ভোলা আইনজীবী সমিতিতে অ্যাড. ফরিদ সভাপতি, অ্যাড. বাছেত সম্পাদক নির্বাচিত


ভোলা প্রতিনিধি//
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি মনোনীত প্যানেল নির্বাচিত হয়েছেন। এতে অ্যাডভোকেট ফরিদুর রহমান সভাপতি ও অ্যাডভোকেট ড.আমিরুল ইসলাম বাসেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পুরো প্যানেলে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় আজ ২৩ জানুয়ারী শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হক তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ (১) ও অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ দোয়াহা ও অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান, ধর্ম ও ক্রীড়া সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট মোঃ আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান খান ও অ্যাডভোকেট শাহ মুহাম্মদ আহসান উল্লাহ সুমন, সদস্য অ্যাডভোকেট মোঃ মাহাবুব আলম, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম রাজীব হাওলাদার ও অ্যাডভোকেট আলমগীর নবীন। এই কমিটি ২০২৫ সালের জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট মোঃ ইউসুফ ও অ্যাডভোকেট মুহাম্মদ ফয়সাল রাসেল।