ভোলায় কর্মী সম্মেলন সফল করতে বোরহানউদ্দিনে জামায়াতের মিছিল

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধি//

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার কর্মী সম্মেলন-২০২৫ সফল করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা জামায়েতের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে বোরহান উদ্দিন উত্তর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে দক্ষিণ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামাতের আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ভোলা জেলার এই কর্মী সম্মেলন ভোলা জেলার জামায়াতের পক্ষ থেকে নির্যাতিত মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় করবে। মিছিল শেষে উপজেলা আমীর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে সম্মেলনে অংশগ্রহণ এবং সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জানা যায়, আগামী ২৫ জানুয়ারি রোজ শনিবার সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা জামাতে ইসলামির আয়োজনে কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।