প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
ভোলার বোরহানউদ্দিনে বি এম বি ব্রিকসকে লাখ টাকা জরিমানা


মোঃ মিজানুর রহমান//
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদয়পুর রাস্তার মাথা সংলগ্ন বিএমবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ইট ভাটা পরিচালনার অনুমতিপত্র ও লাইসেন্স না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেন।
বিএমবি ব্রিকসের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন (২৮)কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।