ভোলায় প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

ভোলা প্রতিনিধি//

ভোলায় প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে কোস্ট গার্ডের হয়রানি মূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি। আজ ৯ জানুয়ারী ২৪ বৃহস্পতিবার কয়েক শত শিক্ষক মানববন্ধন শেষে এ স্মারকলিপির প্রদান করেন।

জানা যায়, ৮ জানুয়ারী দিবাগত রাতে স্বৈর সরকারের আমলের হয়রানিমূলক মামলার আসামি দেখিয়ে ভোলা সদর উপজেলার শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে তার শহরের বাসা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোন গ্রেফতার করে। এর প্রতিবাদে এবং হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক দাজ্জালের  সামনে কয়েকশ শিক্ষক মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে তার নিঃশর্ত মুক্তি চেয়ে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। জেলা প্রশাসক বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ সাপেক্ষে সমাধা করার আশ্বাস দেন। এর পূর্বে মানববন্ধনে বক্তারা বলেন, একজন প্রধান শিক্ষককে অস্ত্র এবং বোমা দিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন যে গ্রেফতার দেখিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। আমারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষকের কাছে কখনো বোমার অস্ত্র থাকতে পারেনা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, শিক্ষক সমিতির (সেলিম ভূঁইয়া) জেলা সভাপতি মোঃ ইব্রাহিম, প্রধান শিক্ষক আবুল কাশেম, সদর উপজেলা সমিতির সভাপতি মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজসহ শিক্ষক নেতৃবৃন্দ।