ভোলায় পত্রিকা বিপণন কর্মীদের বনভোজন অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি//

ভোলায় পত্রিকা বিপণনী কর্মীদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর২০২৪  আনন্দঘন পরিবেশে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিশারী কাঠি লংঘাটে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে ভোলায় পত্রিকা বিপণনের সাথে সম্পৃক্ত সকল কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন আঙ্গিকে এবং নতুন ব্যানারে জাঁকজমকপূর্ণভাবে এই বনভোজন করতে পেরে সবাই আনন্দিত এবং উৎফুল্ল। বনভোজনের উপস্থিত ছিল, পত্রিকা বিপণন কর্মী মাকসুদ, ইউসুফ, জামাল, ইব্রাহিম, মুসা, রিয়াজ, আসলাম ,জাফর, কামাল, ইলিয়াস ,মামুন, কবির, শেখ ফরিদসহ অনেকে