ভোলায় ইটভাটা সমিতির রাইসুল সভাপতি-কায়েদ সম্পাদক ও মনির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার//
ভোলা ইটভাটা সমিতির আলহাজ্ব রাইসুল আলম (জনতা ব্রিকস) সভাপতি, তরিকুল ইসলাম কায়েদ (ফ্রেন্ড ব্রিকস) সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান মনির (পদ্মা ব্রিকস)কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১৪ ডিসেম্বর শনিবার, দি প্যাপিলন কনভেনশন সেন্টারে সমিতির মালিকদের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা শহিদুল ইসলাম দুলাল (মিতা ব্রিক্স), সিনিয়র সহ-সভাপতি আল ইমরান খোকন (মেঘনা ব্রিকস), সহ-সভাপতি আব্দুল কাদের খোকন গোলদার (সোনালী ব্রিকস), আইয়ুব আলী আবু (মুকুল ব্রিকস), মনিরুল ইসলাম মামুন (শর্মিলা ব্রিকস),সাদেক মিয়া জান্টু (আকিম ব্রিকস)।
যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান (জাহিদ ব্রিকস), মো: নোমান হোসেন (রংধনু ব্রিকস),ওমর ফারুক বাবুল (এ আলি ব্রিকস) মোঃ কামাল গোলদার (মোহনা ব্রিকস), সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির (পদ্মা ব্রিকস),
সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ জাকির হোসেন (তুলি ব্রিকস), দপ্তর সম্পাদক বাহালুল ইসলাম (আফিয়া ব্রিকস), কোষাধ্যক্ষ মোঃ আজিজুর রহমান মিনহাজ (রহমান ব্রিকস), কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোঃ হেলাল উদ্দিন (একতা ব্রিকস) মঞ্জুরুল আলম সায়েম (মাইশা ব্রিকস), আবুল কালাম খান (খান ব্রিক্সস), নজরুল ইসলাম (রূপালী ব্রিকস),জসিম হাওলাদার এস (এন এস ব্রিকস), রিয়াদ সিকদার (পদ্মা ব্রিক্সস), মেহেদি হাসান (মালা ব্রিকস), সাইদুর রহমান (রুপসা ব্রিক্সস), মাইনুদ্দিন (মাহি ব্রিকস), আমির হোসেন মায়ের (মায়ের দোয়া ব্রিকস) ও শহিদুল ইসলাম (মিতালী ব্রিকস)।