ঢাকাস্হ চরফ্যাশন উপজেলা নাগরিক সমিতির প্রথম সভা
স্টাফ রিপোর্টার//
ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা সমিতির নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ড. ইখতিয়ারউদ্দিন মামুন এফসিএ-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেনের সঞ্চালনায় পুরানা পল্টন এসবও অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক চরফ্যাশন উপজেলাবাসীর উপস্থিতিতে সফলভাবে এজিএম সম্পন্ন হওয়ায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বজনাব রিয়াজুল ইসলাম বাদল, ড. কৃষিবিদ তৈয়বুর রহমান, মাওলানা মো মুহিব্বুল্লা, অধ্যাপক জিয়াউর রহমান, এডভোকেট মিজানুর রহমান, ব্যারিস্টার নুরে সিদ্দিক নান্নু, ব্যারিস্টার মেহেদী হাসান রনভী, খালেদা আকতার পান্না, অধ্যক্ষ ইউনুছ শরীফ, এডভোকেট মনিরুল ইসলাম, আবু জাফর, এম রাসেল, শাহাদাৎ মন্জু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে গঠনতন্ত্র প্রনয়ণ কমিটি, এছাড়া সদস্য সংগ্রহ ও ডিরেক্টরি প্রকাশ কমিটি, তথ্য প্রযুক্তি ও অফিস ব্যবস্থাপনা কমিটি, বার্ষিক পরিকল্পনা গ্রহণ কমিটি, আর্থিক ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে সদস্য সংগ্রহ শেষে ৩১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কেবলমাত্র বৃহত্তর ঢাকায় বসবাসরত চরফ্যাশন উপজেলাবাসীদের সদস্য করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। স্থায়ী সদস্য ফি ২০০০/- পৃষ্ঠপোষক সদস্য ৫০০০/- এবং দাতা ও প্রবাসী সদস্য ফি আনলিমিটেড ধার্যের সিদ্ধান্ত হয়। ডাচ বাংলা ব্যাংক বিজয়নগর শাখায় সমিতির নামে একটি একাউন্ট খোলার সিদ্ধান্ত হয়। ৮৯ বিজয়নগর ঢাকার পারভেজ হোসেন এন্ড এসোসিয়েটকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়।