গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে, স্মরণ সভা
স্টাফ রিপোর্টার//
জুলাই -আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর ২০২৪ শনিবার ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
ভোলা জেলাযর সকল শহিদ পরিবার, আহতজন ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম।
রেভিনিউ ডেপুটি কালেক্টর (আর ডি সি) লাভলী ইয়াসমিন ও শিল্পী তালহাত তালুকদার বাঁধনের উপস্থাপনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতে ইসলামীর আমীর, মাস্টার জাকির হোসাইন, জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, স্থানীয় সরকার উপ-পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক রাসেল মাহমুদ, শহীদ ফজলুর রহমানের মা সালেহা খাতুন, আহত শিক্ষার্থী জোবায়ের হোসেন ইয়ামিন।
বক্তারা বলেন, শহীদ এবং আহতরা আমাদের প্রেরণা। বাংলাদেশে বৈষম্য দূরীকরণে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা প্রশংসনীয় এবং তারা যে কারণে রক্ত দিয়েছেন তাদের সেই রক্তের দাবি পূরণে আমরা সবাই বদ্ধপরিকর। স্মরণ সভায় শহীদ পরিবারকে ১০ হাজার টাকা করে এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।