ভোলার বোরহানউদ্দিনে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মিজানুর রহমান//
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও বিডি ক্লিন এর যৌথ উদ্যোগে খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ বুধবার ২৭ নভেম্বর এ অভিযানের উদ্বোধন করেন বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামা।
এতে উপজেলার পক্ষিয়া, টবগী ও কাচিয়া ইউনিয়নের শাহবাজপুর খাল ও বোরহানগন্জ বাজারে আশপাশের প্রায় ৩ কিলোমিটার খাল পরিষ্কারের মাধ্যমে খালের পানির নাব্য্যতা ফিরে পাবে। যার মাধ্যমে চাষাবাদ উপযোগী হবে ২৫০ একর অনাবাদী জমি।
উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিডি ক্লিন ভোলা জেলা সমন্বয়ক বিশ্বজিৎ দে, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন বরিশাল,ও ভোলা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, ব্রাকসহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এসময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, বোরহানউদ্দিনের গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে। তবে খাল পরিচ্ছনন্ন রাখতে খালের আসেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি তাদের প্রতি আহবান জানান খাল দখল ও দূষণ থেকে বিরত থাকতে।