মোশারফ হোসেন শাহজাহানের উত্তরসূরীরা অন্যায় করতে পারে না – ভোলায় অ্যাডভোকেট পারভেজ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

স্টাফ রিপোর্টার//

মোশারফ হোসেন শাহজাহান এর উত্তরসরিরা কোন অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। বৈষম্য দূরীকরণ এর জন্যই আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। ব্যক্তিগতভাবে আমি কি পেলাম তার চেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক সেই বিষয়টাকে প্রাধান্য দেয়া উচিত। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, সর্বাবস্থায় তার জন্য দোয়া করা উচিত। যাতে করে বাংলাদেশের মানুষের চাহিদার পূর্ণতা দিতে পারে। মোহাম্মদ ইউনুছ মানুষের প্রত্যাশা পূরণ করার জন্যই এই বয়সে এসে এই দায়িত্ব নিয়েছেন। ১৫ নভেম্বর শুক্রবার ২৪ “মানবতার সেবক বড়বন্ধু মোশাররফ হোসেন শাহজাহানের” স্মরণে “সর্বত্র বৈষম্য দূরীকরণ ও মানবাধিকার সংরক্ষণ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ পারভেজ হোসেন এসব কথা বলেন।

বাংলাদেশ মানবাধিকার সংস্থা ভোলা জেলা সভাপতি ও জাতীয় বন্ধু জন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোঃ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন হাওলাদার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, জাকির হোসেন মহিন, জাতীয় বন্ধু জন পরিষদের সমন্বয়ক আলহাজ্ব আসিফ আলতাফ, দৈনিক ভোলারবানের সম্পাদক মাকসুদুর রহমান।

উপস্থিত ছিলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুবাশশিরুল হক নাঈম, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ তৈয়ব, ভোলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক এম এ বারিসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট পারভেজ হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয।