ভোলার দৌলতখানে তেলবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, আটক-১৫
দৌলতখান (ভোলা) প্রতিনিধি//
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে তেলবাহী জাহাজে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত চক্রের ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে মেঘনা নদীর লাল বয়া এলাকায় তেলবাহী জাহাজ থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাত সদস্যরা হলেন, মোঃ সালাউদ্দিন (২৬), মোঃ দিদারুল ইসলাম (২১), মোঃ আলমগীর (৩২), সিরাতুল মুসতাকিম (১৮), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ফয়সাল (২৬), আবুল কাশেম (২২), মোঃ আসিফ হোসেন রাকিব (২৩), মোঃ ইয়াছিন আরাফাত নুরে আলম (২৫), ইয়াছিন আরাফাত (২৪), মোঃ রমজান আলী চৌধুরী রাজা (২৫), মোঃ কায়ছার (২১), আব্দুল্লাহ আল আরেফিন (২১), মোঃ সোলেমান (২৬), মোঃ ইউসুফ (৩৫), মোঃ হুমায়ুন কবির ইমন (৩২)। তবে আটক ডাকাত সদস্যরা কুমিল্লা, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত গভীরাতে বন্দর নগরী চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি জাহাজ মেঘনা নদীর দৌলতখান সীমানা অতিক্রমের সময় মাছ ধরার ট্রলার নিয়ে ডাকাত চক্রের সদস্যরা ওই জাহাজে ডাকাতির চেষ্টা করে। এসময় জাহাজের মাষ্টার দৌলতখান থানা পুলিশের সাহায্য চাইলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ডাকাত দলের ১৫ সদস্যকে আটক করে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গভীর রাতে মেঘনা নদীতে তেলের ট্যাংকারে ডাকাতিকালে পুলিশ ডাকাত দলের প্রধান সালাউদ্দিনসহ ১৫ সদস্যকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫/৭ ডাকাত তাদের ট্রলার নিয়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ অন্যান্য ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দ্রুত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।