ভোলার বোরহানউদ্দিনে শিক্ষক দিবস পালিত


মোঃমিজানুর রহমান//
ভোলার বোরহানউদ্দিনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন, বোরহানউদ্দিন শাখা কর্তৃক বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয়।
সুপার মাওঃ ইউসুফ সঞ্চালনায় বোরহান উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ .আহমদ উল্যাহ আনসারীর সভাপতিত্বে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকুরী জাতীয়করণ, ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, মাদরাসা শিক্ষার সকল বৈষম্যদূরীকরন, এমপিওভুক্ত শিক্ষকদের সার্বজনীন বদলী ব্যবস্থা চালু করন সহ বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন , অধ্যক্ষ .আহমদ উল্যাহ আনসারী, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃছাইফুল্লাহ, মির্জাকালু ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূরনুবী, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আল আমিন. মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ ফয়জুল আলম সহ বিভিন্ন দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগন।