বেসরকারী শিক্ষা জাতীয়করণের দাবিতে ভোলায় শিক্ষকদের মানববন্ধন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

স্টাফ রিপোর্টার //

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূরীকরণ এবং জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেসরকারি স্কুল মাদ্রাসার শিক্ষা পরিবার এ কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা সম্পাদক শাফিয়া খাতুন, শিক্ষক সমিতির উপদেষ্টা আবু তাহের, বরিশাল বিভাগীয় শিক্ষক নেতা হাসান মিজানুর রহমান মিঠু, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আব্দুল্লাহ, ধনিয়া আলীম মাদ্রাসার প্রভাষক মাওলানা আতাউর রহমান, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাংবাদিক ইউনুছ শরীফ, বড় চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করে। মানববন্ধন শেষে শিক্ষকরা দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।