ভোলার বোরহানউদ্দিনে ওলামা মাশায়েখ সম্মেলন

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

মোঃমিজানুর রহমান//

ভোলার বোরহানউদ্দিনে শান্তি-শৃঙ্খলা ও ইনশাফ ভিত্তিক সমাজ বিনির্মানে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ আগষ্ট বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক, ভোলা বড় মসজিদের খতিব মাওলানা ফজলুল করিম।

ড.মোঃ হাবিবুল্লাহ ও অধ্যক্ষ মাওঃ নুরনুবী’র যৌথ সঞ্চালনায়, বাট আমার আর পীর আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুজ্জামান,  ভোলা সরকারি ফজিলাতুন নেছ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফিল। বক্তব্য রাখেন, বোরহান উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ .আহমদ উল্যাহ আনসারী,  ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃছাইফুল্লাহ, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আল আমিন. মজমের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ ফয়জুল আলম, মজলিসুল মুফাসসিরিন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী,মুফতি আমীনুল ইসলাম সুলতান, মাওঃ মোঃমিজানুর রহমান, মাওঃ মোঃ জালাল উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের অধ্যক্ষ ও খতিবগণ

প্রধান অতিথি ইসলামী রাস্ট গঠনে আকাঙ্খাকে স্বাগত জানিয়ে বলেন, এইজন্য আপনাদের সীসা ডালা প্রাচীরের ন্যায় একাতবদ্ধ থাকতে হবে। কওমী, আলিয়া, হেফাজত, ইসলামী আন্দেলন, জামায়েতে ইসলামী সহ সবাইকে ছোট খাটো বিষয়গুলোকে সমালোচনা না করে এড়িয়ে চলতে হবে। আপনারা সম্পত্তি ভাগ করা ও বিচার-শালিশ করার ক্ষেত্রে সর্বো”চ ঈমানের পরীক্ষা দিতে হবে। এসময় তিনি ওলামালীগ ও ওলামাদল এর সালোচনা করে আরো বলেন, আপনাদেরকে যে কোন একটি ইসলামী দলে থাকতে হবে। সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও অসুস্থ পঙ্গুদের জন্য বিশেষ দোয়া করা হয।