মেজর (অব:) হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানিয়ে ভোলা জেলা বিএনপির মিছিল।

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

 স্টাফ রিপোর্টার//

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা ৩ আসন থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। গতকাল সন্ধ্যার পরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি পুরো ভোলা শহর প্রদক্ষিণ করে আবার জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর,, সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ন আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক। সদস্য আমিনুল ইসলাম খান। সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর সভাপতি আব্দুর রব আকন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন মনির,  জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুবদল নেতা মুনতাসির আলম রবিন চৌধুরী, মিছিলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু সম্পাদক তসলিম, ছাত্রদল (ভারপ্রাপ্ত) সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।