ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত হেমায়েত’র মৃত্যু

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

শরীফ হোসাইন ॥

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত মাইক্রোবাসের মালিক কাম ড্রাইভার মোঃ হেমায়েত উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টা দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ১নং ওয়ার্ডের মেয়ানদ্দীন বাড়ির আলহাজ্ব হানিফ মেম্বারের ছোট ভাই। বর্তমানে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঢাকা থেকে লাশ দৌলতখানের গ্রামের বাড়ীতে আনার পর জানাযার সময় নির্ধারণ করা হবে এমনটাই জানা গেছে পরিবার সূত্রে। মরহুমের মৃত্যুতে গন্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুত্বর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।