জহির উদ্দিন বাবর//
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলার আয়োজনে সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে, বিক্ষোভ সমাবেশ পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের মহাজনপট্টি বড় মসজিদ এলাকায় হাজার হাজার নেতা কর্মী জড়ো হলে পুলিশ তাদের ছাত্র ভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সামনেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিরোধে যাব না। আপনারা এসেছেন সমবেত হয়েছেন, প্রতিবাদ করেছেন। অতএব আমাদের প্রতিবাদ হয়ে গেছে। আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আরো বড় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবো। বিক্ষোভ মিছিল সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেখানে আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদের বাঁধা দিচ্ছেন। কেন কি কারণে এ ধরনের আচরণ করছেন? আমরা বুঝে উঠতে পারছি না। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচি দিব, সেখানে আর বাদ সাদবেননা। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও ভোলা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি জনাব মোঃ ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার নুরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন ,জেলা অর্থ সম্পাদক, মোঃ বেলায়েত হোসেন, ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারী আবু জাহান কবির, জেলা কর্মপরিষদ সদস্য, অধ্যাপক জিয়াউল মোর্শেদ, মাওলানা জাকির হোসেন, মাওঃ আব্বাস উদ্দিনসহ বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক:- ইউনুছ শরীফ