ভোলায় তোফায়েল আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

DipKantha
DipKantha
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, মে ২, ২০২৩

স্টাফ রিপোর্টার//

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসনে, বর্তমান সাংসদ তোফায়েল আহমেদের পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির। আজ মঙ্গলবার ২ মে, ভোলা পৌরসভার হল রুমে সাংসদ তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে দোয়া ও পৌর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের মাধ্যমে এই প্রচারণা শুরু করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, জৈনপুরীর পীরে কামিল হযরত মাওলানা হাসনাইন আহমেদ সিদ্দিকী।

মতবিনিময় সভায় পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতার পক্ষে আনুষ্ঠানিক আমরা প্রচারণা শুরু করলাম নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভায় ১৪৫ কোটি টাকার উন্নয়ন করা হবে। ইতোমধ্যে ১৮কোটি টাকার উন্নয়ন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। রাস্তা-ঘাট, ড্রেন, কালবাট সব কিছুই মেরামত ও নির্মাণ করা হবে। পৌরসভা কে মাদকমুক্ত করার জন্য প্রত্যেক ওয়ার্ডে কমিটি ঘটন, মডেল পৌরসভা তৈরি, পৌরবাসীর সকল সুযোগ সুবিধা প্রধান, ট্যাক্সের বিষয়ে যে সকল অসম্পন্নতা রয়েছে তা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। আমরা এখন থেকে জননেতা তোফায়েল আহমেদের পক্ষে পৌরসভার প্রায় ১৩ হাজার হোল্ডিং বাসির কাছে ভোট চাইবো। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, পাওয়া না পাওয়ার কষ্ট ঝেড়ে ফেলে দিয়ে, নেতার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করব। মনে রাখতে হবে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে আমরা শান্তিতে ঘুমাতে পারবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ, প্যানেল মেয়র, কাউন্সিলর সালাউদ্দিন লিংকন, মঞ্জুরুল আলম, শাহে আলম, এরফানুর রহমান মিথুন মোল্লা, জোসনা বেগম, ওমর ফারুক, মাইনুল ইসলাম শামীম, আসাদ হোসেন জুম্মানসহ কাউন্সিলর ও পৌর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।