কাশ্মির প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘে আহ্বান বিলাওয়াল ভুট্টোর

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

স্টাফ রিপোর্টার//

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কাশ্মির প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জাতিসংঘকে উপদেশ এবং পরামর্শমূলক অনেক কথা বলেন বিলাওয়াল।

তিনি বলেন, ‘জাতিসংঘকে শুধু যুদ্ধের পরে নয় বরং যুদ্ধের পূর্বেই তা থামানোর ব্যবস্থা নেওয়া উচিত। ‘

বিলাওয়াল ভুট্টো জাতিসংঘকে বলেন, ‘এই সংগঠনটির সদস্য বিশ্বের ছোট বড় মোট ১৯৩টি দেশ নিয়ে। তাই স্থায়ী সদস্য বানানোর ক্ষেত্রে অবশ্যই সব সদস্যদেশের মধ্যে সমতা বিধান করতে হবে। ‘