চরফ্যাশনে আগামীকাল যুবলীগের ৫০ বছর পুর্তিতে যুব সমাবেশ
এম লোকমান হোসেন//
আগামীকাল ৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩ টায় চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় ( টি,বি) মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তীতে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরফ্যাশন – মনপুরা আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগন্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন্দ ও চরফ্যাশন পৌরসভার মেয়র এইচ এম মোরশেদ প্রমুখ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল এমরানের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী যুবলীগের সফল সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইয়েদুর রহমান স্বপন।