ভোলা চরফ্যাশনের মাওলানা মজিবুর রহমান আর নেই।
এম লোকমান হোসেন//
চরফ্যাশন সরকারি কলেজ জামে মসজিদের ইমাম, অবঃ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জনপ্রিয় ধর্মীয় আলোচক ও চরফ্যাশন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ কামরুজ্জামানের পিতা হযরত মাওলানা আলহাজ্ব মাওলানা মজিবুর রহমান আজ ৯.৪৫মিনিটে চরফ্যাশন আমিনাবাদস্হ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাহের রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ ছেলে, ৪মেয়ে ও স্ত্রীসহ অগণিত আত্নীয়স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন।
বিভিন্নমহলের শোক : এদিকে শিক্ষক ও সাংবাদিক নেতা অধ্যাপক মোঃ কামরুজ্জামান এর পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চরফ্যাশন – মনপুরা আসনের সাংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আবদুলাহ আল ইসলাম জ্যাকব এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র এম মোরশেদ, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা মাইনুদ্দিন,চরফ্যাশন আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন,চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির সরমান
সুপার মাওলানা সালেহ উদ্দিনসহ বিভিন্ন পেশার শত শত মানুষ।
জানাজার সময় : মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ বাদ যোহর চরফ্যাশন আলীয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁ মাঠে এবং ২য় জানার নামাজ গ্রামের বাড়িতে ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।