দৌলতখানে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

মোঃ মিরাজ হোসাইন//

ভোলা দৌলতখানে ৬৯ নং মধ্য দিদারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফার ওপর স্থানীয় সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি (প্রধান শিক্ষক) মোঃ মুহিবুর রহমান ও সদস্য সচিব (সহকারি শিক্ষক) আমানুল্লাহ’র নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শতাধিক প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক – শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভোলা জেলা প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক দিলীপ কুমার মন্ডল,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান ডাবলু,সহকারি শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মামুন আব্দুস সালাম,সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রুবেল,সহকারি শিক্ষক সমাজের সভাপতি মোঃ হাসান আল মামুন,শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মোঃ মিরাজ হোসাইন,
দৌলতখান, ভোলা।
তারিখ: ৩১/০৭/২০২২