বঙ্গবন্ধু – বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার//
ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বঙ্গবন্ধু বনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দল ১৩ নং মানিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা টিম) অপর দল ৮৫নং মানিকা প্রাথমিক বিদ্যালয় (বালক দল)। সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বোরহানউদ্দীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন,
টবগী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃজসিম উদ্দিন,খাককাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব রহমান,মধ্যবাটমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ,উদয়ন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান নান্নু, দঃ কুতুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,উঃপূর্ব ছোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু লাল দে, কাচিয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দে,গংগা চরন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা দাস,ধানীভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃজাহাগীর,জ্ঞানদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দে, পশ্চিম পক্ষিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্তা রানী রায়, মানিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা হালদার,দঃ ছোট মানিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাক্কি মন্ডলসহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষকগন এবং
মেয়েদের বিজয়ী দল ১৩ নং মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানভীর হায়দার,শিক্ষানুরাগী সদস্য ও ভোলা ডেভেলপমেন্ট ফোরাম ভোলার আহ্বায়ক সমাজকর্মী রাজিব হায়দার বিজয়ী দলের কোচ ও কুতুবা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান জোবায়েদ মিয়ার ছেলে পাভেল আহসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।