ভোলায় ছাদ থেকে পরে ও ট্রাক চাপায় শ্রমিক – শিক্ষার্থীর মৃত্যু

DipKantha
DipKantha
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২২

স্টাফ রিপোর্টার//

ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে রিপন (২৮) নামে নির্মাণ শ্রমিক ও ভোলা ইলিশা সড়কে ট্রাক চাপায় মাইসা ১০ নামে বিদ্যা পিঠের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কাল দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ কয়েক বছর যাবত ভোলা সদর হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ চলছে। গতকাল ছাদের ভীম নির্মাণের সময় হাত ফসকে রিপন নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয়। রিপন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দায়মুদ্দিন মোল্লার ছেলে। বহুতল ভবন নির্মাণের বিধি অনুযায়ী শ্রমিকদের কোন ধরনের নিরাপত্তা বেষ্টনী না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনরা জানান। অপরদিকে ভোলা ইলিশা সড়কে অটো দিয়ে যাওয়ার সময় হালিমা কবি মোজাম্মেল শিশু বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাইশা নিহত হয়। পিছন থেকে আসা বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সা কে চাপা দিলে ঘটনাস্থলেই মাইশার মৃত্যু হয়। সাথে থাকা মাইশার মা ও ছোট ভাই আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।