ভোলা চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার শিক্ষা সফর
স্টাফ রিপোর্টার //
ভোলা চরফ্যাসনের ঐতিহ্যবাহী ‘চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ‘শিক্ষা সফর ২০২২ আজ ৪মার্চ অনুষ্ঠিত হয়েছে। এবার শিক্ষা সফরে পটুয়াখালীর দশমিনার নুরজাহান পার্কে ওই মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত মেহমানদগন অংশ গ্রহন করেন।
মাদ্রাসার পরিচালক ও জমিয়তে সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো : কামরুজ্জামানের ব্যবস্হাপনায় সফরে অতিথি ছিলেন চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন,চরফ্যাশন উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা মাইনুদ্দিন, সিনিয়র সহসভাপতি সুপার মাওলানা সালেহ উদ্দিন, সুপার মাওলানা ফরহাদ হোসেন, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন, সদস্য সাংবাদিক এম লোকমান হোসেন,প্রভাষক মামুন, মাওলানা আমির হোসেন।মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহ,সহকারী পরিচালক রহমতুল্লাহ সেলিম ও জুলকার নাঈম প্রমুখ।
শিক্ষা সফর উপলক্ষে ৪ মার্চ শুক্রবার সকালে মাদ্রাসা থেকে নাস্তা খেয়ে মাইক্রো যোগে ঘোসের হাট – লঞ্চে পটুয়াখালীর নুরজাহান পার্কে পরিদর্শন শেষে আবার লঞ্চে দুপুর দুইটায় খাবার শেষে নদীতে লঞ্চ চলমান অবস্থায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা পরিবেশনার মধ্যে দিয়ে অবশেষে সফর সফল ভাবে সম্পন্ন হয়।