স্টাফ রিপোর্টার//
ভোলার দৌলতখানে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মিল্লাদ হোসেন (৫০) নামের মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোঃ মিল্লাদ হোসেন উপজেলার চরখলিফা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত হাজী মোস্তাফিজুর রহমানের ছেলে।
দৌলতখান থানার (এসআই) মোঃ মাহমুদুল হাসান সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ১ফেব্রুয়ারী ) রাত ১ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দালাল বাজার সংলগ্ন মোস্তফা হাজী বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোঃ মিল্লাদ হোসেন বসতঘরে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। পরে বসতঘরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন,তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- ইউনুছ শরীফ