রচনা প্রতিযোগিতায় ভোলায় প্রথম নওশীন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

এম লোকমান হোসেন//

মুক্তিযুদ্ধ স্বাধীনতা রচনা প্রতিযোগীতায় ভোলায় প্রথম হলেন নওশীন তাবাসসুমযুদ্ধ স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ ‘ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ভোলায় প্রথম হয়েছেন চরফ্যাশনের

নওসীন তাবাসস। তার বাবা মোঃমনিরুল ইসলাম সহকারী অধ্যাপক ব্যাবস্থাপনা চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় ও মাতা রোকসানা বেগম সহকারী শিক্ষিকা চরফ্যাশন মডেল সঃ প্রাঃ বিদ্যালয়।নওশীন তাবাসসুম ব্যবসায় শিক্ষা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় থেকে উক্ত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ হয়ে ‘খ’ গ্রুপ থেকে ভোলা জেলায় এককভাবে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত ‘মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় সারা দেশের ১,৫১,৫১৬ টি রচনার মধ্য হতে বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন,সাহিত্যিক ও সাংবাদিক জনাব আনিসুল হোক এবং শিশু সাহিত্যিক আনজির লিটন এর মাধ্যমে মূল্যায়ন করতঃ ৭০ নম্বরকে বেঞ্চমার্ক ধরে উভয় গ্রুপে সেরা ৩৪৭ টি ( ‘ক’ গ্রুপে ১৭০ টি ও ‘খ’ গ্রুপে ১৭৭ টি) রচনা বাছাই করা হয়।

বাছাইকৃত ৩৪৭ জন অংশগ্রহণকারীর মধ্য হতে মাননীয় বিচারকগণ কর্তৃক অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন করে সেরা ১০০ জন ( ‘ক’ গ্রুপে ৫০ জন ও ‘খ’ গ্রুপে ৫০ জন) বাছাই করা হয়।