ভোলার চর কুকরি মুকরিতে বন্ধুক যুদ্ধে ২ অজ্ঞাত যুবক নিহত


দক্ষিণ আইচা প্রতিনিধি//
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকরী র্যাবের টহল দলের সাথে বন্দুকযুদ্ধে দুই অজ্ঞাত যুবক নিহত হয়েছে। রোববার ভোরে এলাকার জাইল্লার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। দক্ষিণ আইচা থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় র্যাবের পক্ষে থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের এজাহার সুত্রে জানা যায়, র্যাব ৮ ভোলা ক্যাম্পের একটি দল রোববার ভোর রাতে চরকচ্ছপিয়া ঘাট থেকে কুকরী- মুকরী যাওয়ার পথে জাইল্লার খাল নামক এলাকায় পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টাগুলির পর ঘটনাস্থল থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ২ জন নিহন হন পরে গুলিবিদ্ধ নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় তাদের সাথে থাকা ২টি দেশীয় পাইপগান,২টি শুটার গান ২টি রামদা সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের বিষয়ে র্যাব ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার ( ওসি) রাজিব রায়হান সত্যতা নিশ্চিত করেন। সরকারী কাজে বাধাঁ প্রদানের ঘটনায় ২জন নিহত এবং বেআইনী ভাবে অস্ত্র রাখার অপরাধে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার র্যাব সদস্য ডিএডি এনামুল বাদী হয়ে ২টি পৃথক পৃথক মামলা করেন । মামলাগুলো হল সরকারী কাজে বাধা মামলা নং ৩ ও অস্ত্র আইনের মামলা নং ৪ দায়ের করেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে চর কুকরী মুকরীর ঘটনাস্থল জঙ্গলের মধ্য থেকে লাশ উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যাক্তিদের নাম ঠিকানা মামলার এজাহার বা কোথাও উল্লেখ নেই বলে জানান তিনি।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় র্যাবের একটি টিম টহল জোরদার করেছে।