প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১
সুখী হও- কবি: ফারহান ইসলাম সোহেল
সুখী হও- কবি: ফারহান ইসলাম সোহেল।
হারিয়ে গেছে সেই সোনালী দিন,
যার মাঝে আমি স্মৃতি হয়ে থাকি।
আজও বুঝতে পারছি না আমি,
কতটা পাগলের মতো তাকেই ভালবাসি।
জীবনের শেষ প্রান্তে আজ আছি দাঁড়িয়ে,
হয়তো আজ সে নেই আমার মাঝে,
দুয়া করি থাক তুমি সুখের উল্লাসে,
তোমার জীবন সুখী হয় যেখানে।
মনের আনন্দে থাক তুমি,
কোন কষ্ট না হয় যেন ভারী,
তোমার কষ্ট দিও মোরে,
দু হাত ভরে নিব নিজ মনে।
তবুও সুখী হও হে প্রেয়সী,
যেখানে সুখের স্পর্শ পাও তুমি,
তোমার সুখেই আমি হাসি,
দুঃখ গুলো দিয়ে যাও আমাকেই,
দু-হাত ভরে নিব তোমার দুঃখগুলি।
হে প্রেয়সী আমার সুখী হও,
তোমার সুখ মানেই জগৎ সুখ,
তোমার কষ্ট যেন না হয় স্পর্শ ,
যদিও কষ্ট আসে তবে,
হে প্রিয় দিও সে কষ্ট গুলি মোরে,
হে প্রিয় মনে রেখ এই আমাকে।
জীবনের চেয়েও বেশি ভালবাসি তোমাকে।