জাতীয় কিশোরকন্ঠ প্রতিযোগিতায় প্রথম চরফ্যাশনের ইয়ামিন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

স্টাফ রিপোর্টার//

শিশু-কিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠ আয়োজিত জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০২১-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর এক মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিজয়ী যারা-
১ম স্থান : মো. ইয়ামিন কিবরিয়া, চরফ্যাশন, ভোলা। ২য় স্থান : আহমদ ইমতিয়াজ সাজিদ, রামগতি, লক্ষীপুর। ৩য় স্থান : নূহবাত শহীদ উপমা, সদর, টাঙ্গাইল। ৪র্থ স্থান : মারিয়াম সুলতানা মাইশা, খিলগাঁও, ঢাকা। ৫ম স্থান : মো. সাইদী, হোমনা, কুমিল্লা। ৬ষ্ঠ স্থান : মুজতানিবা বিনতে মাহবুব, গলাচিপা, পটুয়াখালী। ৭ম স্থান : শাকেরা মামদুদা, পাইকগাছা, খুলনা। ৮ম স্থান : রিয়াদ আহমদ, ওসমানীনগর, সিলেট। ৯ম স্থান : মারুফ মুসা, তেতুলিয়া, পঞ্চগড়। ১০ স্থান : জীবান আহমদ আশ্রাফী, কমলগঞ্জ, মৌলভীবাজার।