ভোলায় ডায়াগনস্টিক সমিতির স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলায় ডায়াগনস্টিক সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ভোলা তালুকদার ভবনে ডায়াগনস্টিক সমিতির কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।

সমিতির সভাপতি জাহিদুল হক শুভ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডায়াগনস্টিক মালিক সমিতির উপদেষ্টা ও দৈনিক আজকের ভোলা  সম্পাদক আলহাজ্ব সওকাত হোসেন। উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক, ভোলা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ হাফিজুর রহমান, মোহনা ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন, ন্যাশনাল ডায়াগনস্টিকের মালিক মোঃ সোলায়মান, মডার্ন ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মোঃ মানসুর, এশিয়া ডায়াগনস্টিকের চেয়ারম্যান মোঃ বাবর মিয়া, ইউনিটি মেডিকেলের মালিক মোঃ মনির হোসেনসহ ডায়াগনস্টিকের মালিক ও পরিচালক বৃন্দ আলোচনা সভায় প্রধান অতিথি  বলেন, করোনা মহামারী মোকাবেলায় ভোলার ডায়াগনস্টিক গুলোর ভুমিকা প্রশংসনীয়, তিনি আশা করেন এই মহামারী দেশ থেকে নির্মূল না হওয়া পর্যান্ত প্রাইভেট ডায়াগনস্টিক গুলোর ভুমিকা আরো অগ্রগতি পাবে ।ন্বাস্থ্য ও সুস্থ থাকতে হলে আমাদের ক্লিনিক গুলো আরো পরিস্কার পরিছন্নতা জোরদার করতে হবে। ভোলার মানুষ যাতে ভোলাতেই উন্নত চিকিৎসা পেতে পারে সে ব্যবস্থা করার জন্য মালিক সমিতির নেতাদের অনুরুধ করেন।