অসামাজিক কার্যকলাপের অভিযোগ তাঁতীলীগ নেত্রী আটক

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

লালমোহন  প্রতিনিধি

ভোলার লালমোহনে বাসায় তরুনী রেখে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক তরুনীসহ মোছা: শাহিনুর বেগম নামে তাতীলীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। দীর্ঘ দিন থেরাপী ব্যবসার আড়ালে নিজের বাড়িতে এমন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। শুক্রবার সন্ধ্যায়  লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বাসায় অভিযান চালিয়ে আকে আটক করে।

শাহিনুর দীর্ঘ দিন খেরাপির আড়লে অসামাজিক কর্মকান্ড চালাচ্ছে বলে স্থানীয়রা প্রতিবাদ করে আসছে। প্রতিবাদ কারীরা উল্টো তার মামলার স্বীকার হয়েছে। এমন অভিযোগে তরুনী সহ তাকে আটক করা হয়। শাহিনুরের বাসায় তার ভিজিটিং কার্ডে পরিচয় ভোলা জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক হিসেবে উল্লেখ রয়েছে। তাদের আটক করে আনার সময় শাহিনুরের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী মিছিলও করেছে।

শাহিনূরের এসব কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে গত ২৪ আগষ্ট ফৌজদারী একটি মামলাসহ বিভিন্ন সময় নারী ও শিশুসহ মোট ৭ টি মামলার আসামী করা হয়েছে স্থানীয় গ্রাম পুলিশ সফিজল হককে। সফিজল হক জানান, গ্রাম পুলিশ হিসেবে এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন মামলায় জড়িয়েছে। আমি শাহিনূরের কঠিন বিচারের দাবী জানাই।

শাহিনুর বেগম জানান, বাসায় কোন অসামাজিক কার্যকলাপ চলে না। এখানে ভান্ডারির আয়োজন হয়। এছাড়াও লোকজনকে থ্যারাপী দেয়া হয় যার কারণে বিভিন্ন লোকজন এ বাসায় আসে। বাসায় থাকা তরুণী তার বোনের মেয়ে বলে তিনি জানান।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম জানান, সুনির্দিস্ট কোন অভিযোগ বা প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে সাজা দেয়া যায়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এখনও শাহিনুর ও মিতু থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা নেয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।