ভোলায় মিথ্যা মামলা প্রত্যাহারে সাংবাদিক ফোরামের মানববন্ধন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

স্টাফ রিপোর্টার//

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিবেদক সাইদুর রহমান রিমন,সম্পাদক নঈম নিজাম সহ ১১ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরী’র দায়ের করা মানহানীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও পথসভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি আদিত্য জাহিদ চৌধুরী বলেন,শামসুল হক চৌধুরী ওরফে বিচ্ছু শামসুর দুর্নীতি ঢাকতে ১১জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সাধু সাজতে চেয়েছেন।অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।এসময় আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাব সহ-সভাপতি এম আবু সিদ্দিক,দৈনিক জনকণ্ঠ চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন সাংবাদিক ফোরামের সভাপতি এ আর এম মামুন,দৈনিক খোলা কাগজ চরফ্যাশন প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম প্রমুখ।উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন চরফ্যাশন প্রেসক্লাব,চরফ্যাশন সাংবাদিক ফোরাম,চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল,অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দ

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি এম, নোমান চৌধুরী,দৈনিক আমার সংবাদ দক্ষিন আইচা প্রতিনিধি সেলিম রানাসহ বিভিন্ন স্হানীয় ও জাতীয় দৈনিকের সাংবাদিককেরা অংশ গ্রহণ করেন।