এই লকডাউনে আপনার বিনোদন সঙ্গী হতে পারে মুক্তবুলি ওয়েবসাইট ও ম্যাগাজিন।
দেশজুড়ে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী। এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন লাখ লাখ জেলে। জেলেদের জীবন ও জীবিকা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এবার জেলেদের জীবন পরিক্রমা উঠে এসেছে মুক্তবুলি ম্যাগাজিনের পাতায় পাতায়।
অনেক জেলে জীবন এসেছে প্রবন্ধ আর ফিচারের বাস্তবতায়, আবার কোনটি এসেছে গল্প কিংবা কবিতার সাহিত্যিক সুষমায়। এসব লেখা পড়লে আপনার মন- ভিন্ন রকম এক অনুভূতিতে সুখময় হয়ে উঠবে।
দেহের চাহিদা মেটাতে যেমন আমরা খাদ্য গ্রহণ করি, তেমনি আত্নার চাহিদা কিংবা মেটাতে প্রয়োজন সাহিত্য অধ্যয়ন। আপনার মনের সেই খোরাক যোগাতে সাজানো হয়েছে মুক্তবুলি ম্যাগাজিনের প্রতিটি পৃষ্ঠা।
রাজধানী ঢাকাসহ বরিশাল বিভাগের সব জেলায় পাওয়া যাচ্ছে মুক্তবুলি ম্যাগাজিন। জুলাই-আগস্ট ২০২১ সংখ্যা এখন বাজারে।
ঘরে বসে কুরিয়ারের মাধ্যমেও পেতে পারেন মুক্তবুলি ম্যাগাজিন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: 01788770063
সম্পাদক ও প্রকাশক:- ইউনুছ শরীফ