দৌলতখানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২১

মোঃ মিরাজ হোসাইন//

ভোলা দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন আলম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও তাকে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেন।

শুক্রবার (২৫জুন) রাত ২টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার অগ্রণী ব্যাংকের সামনে থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।

শাহিন উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকশে-আলী সংলগ্ন বড় বাড়ির সালাউদ্দিনের ছেলে।

উপজেলার বাংলাবাজার পুলিশ (ফাঁড়ি) তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার অগ্রণী ব্যাংকের সামনে থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।