প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২১
চরফ্যাশনে বজ্রপাতে ২ শিশু নিহত
স্টাফ রিপোর্টার :
ফুটবল খেলতে গিয়ে দুই শিশু নিহত হয়েছে। চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিন চর মাদ্রাজ গ্রামে আজ বৃহস্পতিবার বেলা ২টায় বজ্রপাতে আবদুস সাত্তারের ছেলে শান্ত (৮) ও কুদ্দুসের ছেলে সাগর (১০) নিহত হয়েছে। এসময় একই এলাকার নুরনবী (৪০) ও ইয়ামিন (৮) গুরুরতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী মিজান জানান, দুপুরে শিশুরা বাড়ি সংলগ্ন মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতে শিশুরা হতাহত হলে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। শশিভূষণ থানার ওসি রফিকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।