মৎস সংরক্ষন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষের নির্দেশ দিলেন – এমপি শাওন
মাহবুব আলম, লালমোহন //
২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রজাতির মাছ এবং চিংড়ি আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে কয়েকশত জেলেদের সাথে জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অপরদিকে চলোমান করোনা কালীন সময়ে খাদ্য নিরাপত্তা জোরদার করনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নে কৃষক উদ্বুদ্বকরণ ও সবজি বীজ বিতরণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। ১৯ মে ২০২১ ইং সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন কর্তৃক আয়োজিত উপজেলার চরভুতা ইউনিয়নের কৃষকদের বাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এই বীজ বিতরণ করা হয়। এসময় এমপি শাওন বলেন, প্রত্যেকটি বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ করতে হবে।