লালমোহন বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনলেন এমপি শাওন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

লালমোহন, প্রতিনিধি//

ভোলার লালমোহন বাজারকে নিরাপত্তার আওতায় আনতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভোলা-৩ আসনের এমপি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে মঙ্গলবার সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাওন বলেন, ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারছে। বিএনপি জামায়াতের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া হতো। চাঁদা না দিলে তাদের দোকানপাট লুট করা হতো। তালা মেরে দেওয়া হতো। সেই সময় মহিলারাও বাজারে আসতে ভয় পেতো।
এমপি শাওন বলেন, বাজারে যাতে কোন অপরাধমূলক কর্মকান্ড না হয় সেজন্য বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ব্যবসায়ী সমিতির অফিসে বসে পুরো বাজার মনিটরিং করা যাবে।
ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আল- নোমান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, আলি আহমেদ বেপারী, মেজবাহ উদ্দিন আরজু, হাসনাতুজ্জামান সোহাগ প্রমূখ।