দৌলতখানে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে রিক্সাচালক জখম
এম মিরাজ হোসাইন//
আজ শুক্রবার ( ৭ই মে ) রাত ৮টায় দৌলতখান বাংলাবাজার হালিমা খাতুন মহিলা কলেজ সংলগ্ন রোডে এক অসহায় যুবককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা
পরে রিক্সায় থাকা যাত্রি (ছিনতাইকারীরা) তার রিক্সা ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। এসময় রিক্সাচালক শান্ত বাধাঁ দিলে তার গলায় ছুরিকাঘাত করা হয়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পরে ছিনতাইকারীরা পালিয়ে যান বলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ি’র তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম মোস্তফা।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে পথচারীদের সহায়তায় দ্রুত ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।
আহত রিক্সাচালক ছেলেটার নাম মোঃ শান্ত,পিতার নাম মোঃ রফিকুল ইসলাম। তিনি দৌলতখান সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
আহতের মামা মোঃ ফরহাদ মাষ্টার বলেন, আমারর ভাগিনা মোঃ শান্ত প্রতিদিনের মতোই রিযিকের সন্ধানে রিক্সা নিয়ে বের হয়। আজকেও ঠিক তেমনি রিক্সা নিয়ে বেড় হয়েছে পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। ছিনতাইকারীরা তার রিক্সাটি জোরপূর্বক নিয়ে যেতে চাইলে সে চিৎকার করলে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। যার ফলে তার গলার বেশির ভাগ অংশ কেটে যায়। আমি ছিনতাইকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. বজলার রহমান জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি।