প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে জীবন ও জীবিকা সচল – এমপি জ্যাকব

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ৪, ২০২১

 

এম লোকমান হোসেন//

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতায় মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি সচল রয়েছে। করোনাকালে প্রথম থেকেই সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের জীবন জীবিকা চালু রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

মঙ্গলবার ভোলার চরফ্যাসনের বিচ্ছিন্ন মুজিব নগর ইউনিয়নে তেতুলিয়া নদীর তলদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে পল্লীবিদ্যুতের সাব-স্টেশন এবং ১৮২ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়া নদী খনন প্রকল্পের কাজ উদ্ভোধনকালে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জ্যাকব বলেন, করোনাকালে আমাদের দেশের বৈদেশিক রিজার্ব বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতার মোকাবেলা করে দক্ষতা ও বিচক্ষনতার সাথে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন। করোনা প্রতিষেধক টিকা কিনতে কুটনৈতিক সফলতায় তার ভূমিকা প্রশংসনীয়। মানুষের জীবন জীবিকার স্বার্থে অর্থনৈতিক কর্মকান্ড চালু রেখেছে সরকার। অসহায় ও দুঃস্থ মানুষকে প্রধানমন্ত্রী কর্মহীন মানুষের জন্য নগদ অর্থ সহায়তা এবং বিভিন্ন পেশাজীবিদের জন্য অর্থনৈতিক প্রনোদণা দিচ্ছেন। যতদিন এই সংকট কাটবে না ততদিন পর্যন্ত আওয়ামীলীগ সরকার জনগনের পাশে থাকবে।

এছাড়াও তিনি ঈদুল ফিতর উপলক্ষে জিন্নাগড়, নূরাবাদ, হাজারীগঞ্জ, আহাম্মদপুর, জাহানপুর ইউনিয়নে হত দরিদ্র মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ