ভোলার চরফ্যাশনে নৌকা পেলো যারা। সেলিম আবারও নৌকা।

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

এম লোকমান হোসেন : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ জনপদ হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে হাজারীগন্জ আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। আজ ১৩ মার্চ (শনিবার) রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় স্হানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে ঘোষিত তালিকা সূএে এই তথ্য জানা গেছে।

এদিকে মোঃসেলিম হাওলাদার ২য়বার চেয়ারম্যান হিসেবে নৌকায় প্রতীকে মনোনয়ন পাওয়ার সংবাদ শুনে তাৎক্ষণিক চেয়ারম্যান বাজারে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চেয়ারম্যান বাজারে প্রতিটি অলি গলিসহ পুরো হাজারীগন্জ। এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত মানুষ মিছিল নিয়ে চেয়ারম্যান বাজার আসেন। অল্প সময়ের মধ্যে চেয়ারম্যান বাজার পরিনত হয় মিছিলের শহর।
এছাড়া জাহানপুর ইউনিয়ন মোঃ নাজিম, চরমাদ্রাজ ইউনিয়নে আব্দুল হাই, চরকলমী মোঃ কাওসার ও এওয়াজপুরে মোঃমাহাবুব আলম খোকনকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন।