ভোলায় হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার//
ভোলায় হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ডিসেম্বর শনিবার সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জনের হলরুমে এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জস ডাঃ সৈয়দ রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে হামরুবেলা সম্পর্কে প্রজেক্টরে মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (WHO) মেডিকেল অফিসার ডাঃ হাছনাইন আহমেদ। ভোলা জেলা ৪৫ দিন ব্যাপী ৫লক্ষ ৪৮ হাজার ৯শত জন শিশুকে এ টিকা প্রদান করা হবে। ০৯মাস থেকে ১০ বছর বয়সী সকল সুস্থ্য শিশু এ টিকা গ্রহন করতে পারবে। তবে কোভিড-১৯ এর কারনে এবং সরকারী কর্মচারীরে কর্মবিরতির ফলে সকল এলাকায় একসাথে টিকা প্রদান করা হবেনা। একেক এলাকায় একেক দিন টিকা প্রদান করা হবে। ৪৫ দিনের মধ্যে কোন দিন টিকা গ্রহন করা যাবে। কোন শিশু নির্ধারিত দিন টিকা গ্রহন করতে না পারলে হাসপাতালে এসে দেড় মাসের যে কোন দিন টিকা গ্রহন করতে পারবে। মা বাবা যদি মনে করেন শিশু অসুস্থ তাহলে তাকে টিকা প্রদান থেকে বিরত থাকতে হবে। টিকা প্রদানের পর শিশুর এক থেকে দুই ডিগ্রী শরীরের তাপমাত্র বৃদ্ধি পেতে পারে এবং টিকার স্থানে কালো দাগ হতে পারে এতে আতংকিত না হয়ে অভিভাবকরা স্বাভাবিক থাকতে হবে। নিজে নিজেই তিন দিনের মধ্যে এ সমস্যা সেরে যাবে। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, কোন শিশুর যদি হাম রুবেলা সন্দেহ হয় তাহলে সরকারী খরচে তার সকল পরীক্ষা নিরিক্ষা ও চিকৎসা করা হয়। এর আগে সকালে সিভিল সার্জন ভোলা সদর হাসপাতালে শিশুকে টিকা দিয়ে হামরুবেলা টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলায়মান, শাহাদাৎ হোসেন প্রমূখ।