স্টাফ রিপোটার :
মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ সচেতনতায় সাধারন জনতার মাজে মাস্ক বিতরণ করেছে চরফ্যাশন বাজারের ব্যাবসায়ীরা। শনিবার (১২ডিসেম্বর) চরফ্যাশন বাজারে সদর,জনতারোড, জ্যাকব এভিনিউসহ বাজারের শত,শত ব্যবসায়ী,ক্রেতা এবং সাধারণ জনতার মাজে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, যুগ্ন সম্পাদক মাইনুল ইসলাম মনির, সাদ্দাম হোসেন পারভেজ, আল হাসিভ মনির, তরিক, তুহিন,ফয়সাল, সাইফুল ইসলাম মিয়াজি, নূর হোসেন দেওয়ান, শোভন, মাহমুদুল হাসান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দূরত্ব বোজায় রেখে কেনাকাটাসহ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাগণকে মাস্ক ব্যবহারে আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক:- ইউনুছ শরীফ