ভোলায় অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার//
ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলামের মামলাবাজি, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। গতকাল ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোাগ করেন।
অভিযোগে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম এমন কোন দল নেই, যে দল তিনি করেন নাই। আমাদের দূর্ভাগ্য যে আমরাও তাকে আওয়ামীলীগের লালমোহন উপজেলা সভাপতি ও চেয়ারম্যান নির্বাচিত করেছি। তিন একজন চিহ্নিত মামলাবাজ। উপজেলা নির্বাচনে তিনি নির্বাচিত হয়েও আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছে। কেন আমি তার বিরুদ্ধে নির্বাচন করলাম। এর পরের নির্বাচনে পরাজিত হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবার মামলা করেছেন্। সর্বশেষ গত ৬ ডিসেম্বর ২০২০ইং ঠিকাদারী কাজে ১০% কমিশনের অভিযোগ এনে আমার বিরুদ্ধে তৃতীয় মামলা করেছেন। যার কোন সাক্ষ্য প্রমাান নেই। কার কাছ থেকে কি কাজে কামিশন নিয়েছি। সেখানে আমার স্ত্রী সালেহা আহমেদ এবং আমার বোন কেও মামলার আসামী করা হয়েছে। মামলায় আমার ঢাকাসহ দেশেল বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ এবং পোষ্ট অফিসে প্রায় অর্ধকোটি টাকা ডিপোজিট রয়েেেছ বলে দূদকদে তদন্ত করার দাবী জানিয়েছেন। যা মিথ্যা, বানোয়াড ও ভিত্তিহীন। গিয়াস উদ্দিন আহমেদ আরো বলেন, আমার স্ত্রী’র নামে লালমোহনে চারশতাংশ জমির উপর একটি বাড়ী রয়েছে। আমি মাছের ব্যাবসা করি। ঢাকায় আমি একটি ইটেরও মালিক নই। আমার নামে ঢাকায় একটি ইটও নাই। নজরুল ইসলাম নির্বাচনে পারাজিত এবং পদপদবি হারিয়ে আমার এবং মুক্তিযোদ্ধাদের সন্মানহানী কারার জন্য তিনি এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আসছেন। তিনি একজন পেশাদার মামলাবাজ। লালমোহনের মানুষ তাকে মামলাবাজ হিসেবে চিনে। তিনি লালমোহনে অত্যন্ত দুই হাাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মাালা দিয়ে হয়রানী করছেন। তার এ মিথ্যা মামলা থেকে সরকারী চাকুরীজীবি এমনকি উপজেলা নির্বাহী অফিসারও রেহাই পারননী। আমি এসম মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই এবং আমাকে হয়রানী ও আমার সন্মানহানী কারার কারনে অধ্যক্ষ নজরুল ইসলামকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন আহমেদের স্ত্রী সালেহা আহমেদ, জেলা মুক্তিযোদ্ধ ডেপুটি কমান্ডার সফিকুল ইসলামসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াার সাংবাদিকরা।